বাংলাদেশের ১৫ অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বাংলাদেশের ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটারের নীতিমালা না মেনে নানা ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করায় এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়। টুইটার কর্তৃপক্ষ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।
‘টুইটার সেইফটি’ নামের অফিসিয়াল ভেরিফাইড অ্যাকাউন্টে এ বিষয়ে বলা হয়, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক অ্যাকাউন্ট পেয়েছি, যেসব অ্যাকাউন্ট থেকে মিথ্যা বা বানোয়াট তথ্য প্রকাশিত হচ্ছে। আমাদের প্রাথমিক তদন্তে যেসব অ্যাকাউন্ট থেকে এ ধরনের কার্যক্রম হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ সংখ্যা ১৫। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন