টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-৬ আসনের এমপি’র শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব রশীদুজ্জামান মোড়ল এমপি।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় এমপি রশীদুজ্জামান টুঙ্গিপাড়া পৌঁছে পাইকগাছা-কয়রার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জাতির জনকের মা-বাবা সহ ১৫ আগস্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, পাইকগাছা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি সহ কয়রা-পাইকগাছার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন