উৎসাহী তরুন-তরুনীর সাফল্য
টেকনাফে কমিউনিটির সংগৃহিত উপকরণ দিয়ে ব্রীজ নির্মান

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের একটি অবহেলিত গ্রাম খোনকারপাড়ায় ইমপ্যাক্ট প্লাস ক্লাব এর উদ্যোগের একদল উৎসাহী তরুন দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ ও একত্রিত হয়ে কমিউনিটির কাছ থেকে সংগৃহিত উপকরণ দিয়ে একটি বাঁশের সেতু নির্মাণ করেছে, যা এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
এই সেতুটি কেবল একটি কাঠামোর চেয়েও বেশি কিছু এটি আশা এবং তরুন- তরুনীর অগ্রগতির প্রতীক। এই সেতু দিয়ে এখন শত শত শিক্ষার্থী এবং কমিউনিটির লোকজন স্কুলে, বাজার এবং স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় জরুরী সেবা পেতে অনায়াসে যাতায়াত করছে। বিগত বর্ষাকালে দারুন দুর্ভোগ পোহাতে হয়েছিল তাদের।
স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বিজিএস যৌথ প্রচেষ্টার মাধ্যমে সামাজিক কর্মকান্ডে তরুণ-তরুণীদেরকে সম্পৃক্ত করার একটি সমন্বিত প্রচেষ্টার ফসল হিসেবে ইমú্যাক্ট ক্লাব দল গঠনের মাধ্যমে তরুণ-তরুণীদেরকে আত্মবিশ্বাসী, আত্ম-সচেতন এবং ঘুরে দাঁড়াতে সক্ষম এবং কমিউনিটিতে ছোট ছোট প্রকল্পে নেতৃত্ব দেয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে সাফল্য দেখিয়েছে।
স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নুর নাহার বেগম জানান, তাদের এই কর্মকান্ডের মাধ্যমে তরুণ-তরুণীগণ গুরুত্বপূর্ণ জীবন-দক্ষতা অর্জন করে কর্ম-জীবনে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারবে এবং নেতৃত্বদান ও কমিউনিটিতে অবদান রাখতে দক্ষতা ও সক্ষমতা অর্জন করবে।
উল্লেখ্য যে, টেকনাফের বাহারছড়া ও টেকনাফ সদর ইউনিয়নে ২০ টি ইমপ্যাক্ট প্লাস ক্লাব রয়েছে। যা সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন