টেলিফোনে মাসিক ১৫০ টাকায় যতখুশি কথা বলা যাবে
সরকারি টেলিফোন সেবাদাতা সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবার দিচ্ছে ১৫০ টাকায় যত খুশি তত মিনিট কথা বলার সুবিধা। মূলত মোবাইল ফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ও বাজে সার্ভিসের কারণে গ্রাহকরা বিটিসিএল থেকে সরে এসেছেন। তাদের আবার ফিরিয়ে আনতে এ অফার দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বিটিসিএল মাসিক লাইন রেন্ট বাতিল করেছে। একই সঙ্গে মাসিক ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি তত মিনিট কল করা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
দীর্ঘদিন ধরে বিটিসিএল-এর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করছিলেন গ্রাহকরা। বিশেষ করে লাইন রেন্ট দিলেও দীর্ঘদিন লাইন অচল থাকা ও সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে সম্প্রতি গ্রাহক সংখ্যা বেশ কমে গেছে প্রতিষ্ঠানটির। সর্বশেষ মাসিক লাইন রেন্ট ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১৬০ টাকা, অন্য জেলা শহরে ১২০ টাকা এবং উপজেলায় ৮০ টাকা ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন