টেস্টে এ বছর বাংলাদেশের সেরা ছিলেন কারা

বছরের প্রথম ইনিংস খেলতে নেমেই মুশফিকুর রহিমের বাজিমাত! জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে করলেন ১৫৯ রান। ফেব্রুয়ারিতে হায়দরাবাদে পরের টেস্টেই করলেন ১২৭ রান। মার্চে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫। টেস্টে তাঁর অধিনায়কত্ব নানা প্রশ্ন থাকলেও ব্যাটসম্যান মুশফিকের বছরটা কিন্তু ভালোই গেছে।

৮ টেস্টে ৫৪.৭১ গড়ে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৭৬৬ রান করে আছেন সবার ওপরে। এ বছর টেস্ট অধিনায়কত্ব হারানোর ‘যন্ত্রণা’ কিছুটা উপশম হতে পারে এই পরিসংখ্যানে।

ওয়েলিংটন টেস্টেই ডাবল সেঞ্চুরি করা সাকিব আল হাসান ছন্দটা টেনে নিয়েছেন ফেব্রুয়ারিতে ভারত ও মার্চে শ্রীলঙ্কা সফরেও। কলম্বোয় বাংলাদেশ যে নিজেদের শততম টেস্ট জিতেছিল, তাতেও ছিল বাঁহাতি অলরাউন্ডারের অসামান্য অবদান, করেছিলেন সেঞ্চুরি।

৭ টেস্টে ৪৭.৫০ গড়ে ৬৬৫ রান করে এ বছর বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান সাকিব। ৮ টেস্টে ৩৩.৫৬ গড়ে ৫৩৭ রান করে তামিম ইকবাল আছেন তিনে।