টেস্টে বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিংয়ের হাতছানি

ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রতিচ্ছবি ছিল র‍্যাঙ্কিংয়ে। বাংলাদেশ একসময় ছয়েও উঠে এসেছিল। কিন্তু টেস্ট ক্রিকেটে ভালো করা তো আর সহজ নয়। তবে ধীরে হলেও সেখানেও অগ্রগতির ছাপটা স্পষ্ট। আগামীকাল শুরু মিরপুর টেস্টে বাংলাদেশের সামনে যেমন র‍্যাঙ্কিংয়ের আটে ওঠে আসার সুবর্ণ সুযোগ।

জিতলে তো কথাই নেই, ড্র করলেও বাংলাদেশ টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজকে। র‍্যাঙ্কিংয়ে এই দুই দলেরই রেটিং পয়েন্ট এখন সমান (৭২)। এই টেস্ট ড্র হলে বাংলাদেশের দুটি রেটিং পয়েন্ট বাড়বে। জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ৬। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তখন বাংলাদেশ সাতে থাকা পাকিস্তানের জায়গাটিকে পাখির চোখ করতে পারবে।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হারানো; শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টেস্ট জিতে আসা…এরই সুফল হিসেবে বাংলাদেশের সামনে এখন আটে উঠে যাওয়ার সুযোগ। ড্র করলেও কাজটা হয়, তবে বাংলাদেশ এই টেস্ট জেতার জন্য খেলবে বলেই বার্তা দিয়েছে। তবে র‍্যাঙ্কিং মাথায় নিয়ে বাড়তি চাপ নেওয়ার মানে হয় না। জিতলে বা ড্র করলে র‍্যাঙ্কিং তো এমনিতেই বদল হবে। আর এমন তো নয়, এই টেস্টেই বাংলাদেশকে আটে উঠে আসার দিব্যি দিচ্ছে কেউ।

বাংলাদেশ তাই নির্ভার হয়ে এই টেস্ট খেলতে চায় বলে জানালেন মাহমুদউল্লাহ, ‌‌‌‘ম্যাচ জিতলে র‍্যাঙ্কিংয়ের এমনিতেই আপনার উন্নতি হবে। আটে উঠে আসা অবশ্যই আমাদের জন্য সুযোগ। তবে একটা টেস্ট জিততে পারা মানে তো বাংলাদেশের জন্যও জেতা হলো। তাই র‍্যাঙ্কিং নিয়ে অতটা ভাবছি না। জিতলে অবশ্যই এটা কাজে আসবে।’

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

র‍্যাঙ্কিং

দল

রেটিং                   ম্যাচ

ভারত৪৪১২১
দক্ষিণ আফ্রিকা৩৯১১৫
অস্ট্রেলিয়া৪০১০৪
নিউজিল্যান্ড৩৫১০০
ইংল্যান্ড৪৯৯৯
শ্রীলঙ্কা৪৩৯৪
পাকিস্তান৩৪৮৮
ওয়েস্ট ইন্ডিজ৩৬৭২
বাংলাদেশ২৩৭২
১০জিম্বাবুয়ে১৪