টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে বিতন্ডা, ৭ ছাত্রকে পেটালেন ছাত্রদল নেতা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/IMG_20241209_222058-765x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নোয়াখালীর কবিরহাটে সাত এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কোম্পানীরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ছাত্ররা হলের, সালমান হোসেন (১৬), আব্দুল লতীফ অন্তর (১৭) ইমদাদুল হক মাহীম (১৬) আব্দুর রহীম (১৭) নাজমুল হক (১৭) রিয়াজ উদ্দিন সাইম (১৭) ও মো.রিয়াজ (১৬)। তারা সবাই স্থানীয় কোম্পানীরহাট আবদুর রহিম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা রয়েছে।
শিক্ষার্থীদের ওপর হামলার সত্যতা নিশ্চিত করেন আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা।
হামলার শিকার শিক্ষার্থী সালমান হোসেন অভিযোগ করে বলেন, আমরা সাতজন শিক্ষার্থী এসএসসির নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করি। এজন্য সোমবার সকালে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে গিয়ে দেখি সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠক চলছে। এরপর আমরা সাতজন শিক্ষার্থী বিদ্যালয় সংলগ্ন কোম্পানীরহাট পশ্চিম বাজার এসে অপেক্ষা করতে থাকি। সেখানে সাবেক ছাত্রদল নেতা হারুন কোন কারণ ছাড়াই আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সাতজন শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দেয়। এরপর তিনি ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আমাদেরকে পুরো বাজারে দৌড়াতে দৌড়াতে পিটায়। আমরা আতঙ্কিত হয়ে বাজার কমিটির সভাপতির দোকানে আশ্রয় নিলে হারুন নেতা সেখানেও আমাদের মারধর করে।
আবদুর রহিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কোম্পানীরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা বলেন, সকালে ছাত্রদল নেতা হারুন কয়েকজন ছাত্রকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দেয়। এরপর ছাত্রদের সাথে ঝগড়া করে হারুন আমার দোকানে এসে পুনরায় ছাত্রদের ওপর হামলা করে। একপর্যায়ে হারুন বাজারে লাঠি,হকিস্টিক,কিরিচ নিয়ে বাজারে অবস্থান নেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ছাত্রদের হামলায় সাবেক ইউপি সদস্য মো.শাহজাহানসহ তার ৫ অনুসারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন।
যোগাযোগ করা হলে আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস বলেন, কয়েকজন ছাত্র এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করে। সাকিব নামে এক ছাত্রদল নেতা তাদেরকে এসএসসির ফরম পূরণ করার বিষয়ে আশ্বস্ত করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ছাত্রদল নেতা হারুনের সাথে ছাত্রদের দেখা হয়। দেখা হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে ছাত্ররা জানায় ছাত্রদল নেতা সাকিব তাদেরকে ফরম পূরণের ব্যবস্থা করে দিবে। ওই সময় হারুন জানতে চাই তোমরা কয় বিষয়ে ফেল করেছ। ছাত্ররা উত্তর দেয় তারা কয় বিষয়ে ফেল করেছে জানেনা। ছাত্ররা রেজাল্ট জানত,তারা বলেছে জানিনা। এ কারণে মনে হয় কয়টা চড় থাপ্পড় দিয়েছে। বাজারে এর বেশি কি হয়েছে সে বিষয়ে আমার কিছু জানা নেই।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন