টেস্ট মর্যাদা পেল আফগানিস্তান-আয়ারল্যান্ড
আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে পূর্ণ সদস্য দেশ হিসেবে ঘোষণা করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অর্থাৎ, দুই দলই এখন টেস্ট ক্রিকেট খেলবে। বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই দুই দলকে পূর্ণ সদস্য করায় আইসিসির টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা এখন বেড়ে দশ থেকে বারো হলো। দল দুইটি আইসিসির পূর্ণ সদস্য দেশের স্বীকৃতি পাওয়ার আগে টেস্ট ক্রিকেট খেলা দশটি দেশ হলো ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে।
দুই দলই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এখন দারুণ খেলছে। সেই সঙ্গে চারদিনের ক্রিকেটেও অসাধারণ কিছু করায় তারা এই সদস্যপদ পেল। দুই দলের জন্যই এটি গৌরবের বিষয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন