ট্রলারডুবির ২১ দিন পর সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে মরদেহ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলে আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ ২১ দিন পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) রাত ১০টার দিকে কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক আব্দুল আজিজ মোড়ল (৬৩) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মুন্সি মানিক মোড়লের ছেলে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, কুড়িকাউনিয়া ভাঙন পয়েন্টে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে রাতেই এলাকাবাসীর সহায়তায় কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ট্রলারডুবিতে নিখোঁজ আব্দুল আজিজ মোড়লের বলে শনাক্ত করা হয়।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে গিয়ে গত ১৬ ফেব্রæয়ারি ট্রলারডুবিতে নিখোঁজ হন তিন শ্রমিক। এর মধ্যে বাবর আলী সরদার (৪৫) ও শফিকুল ইসলাম সানার (৪৮) মরদেহ করা উদ্ধার হলেও আজিজ মোড়ল নিখোঁজ ছিল।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়া এলাকায় খালের সৃষ্টি হয়। গত ১৬ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে একটি ট্রলারে করে ১২ জন শ্রমিক বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হয়। নিখোঁজ তিনজনের মধ্যে ১৮ ফেব্রুয়ারি বাবর আলী সরদার (৪৫) ও ১৯ ফেব্রুয়ারি শফিকুল সানার (৪৮) মরদেহ উদ্ধার করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন