ট্রাম্পের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/trump-b-20171211234744.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন এক নারী। বে রক গ্রুপের সাবেক রিসিপশনিস্ট ব্যাসেল ক্রুক এ অভিযোগ এনেছেন।
সোমবার এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ২০০৫ সালে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে তাকে চুমু দেন ট্রাম্প।
তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো, এ ধরনের আচরণ আমাদের সমাজে বিরল নয়। সবাই কমবেশি এ ধরনের পরিস্থিতির শিকার। তবে এ কারণে আমি এখানে এসেছি যে, অভিযুক্ত ব্যক্তি এখন আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট।
এ নিয়ে কমপক্ষে ১৩ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ আনলেন। তবে সব অভিযোগই ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগের ঘটনা।
সূত্র : সিএনএন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন