ট্রেনে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে গাছবোঝাই একটি ড্রাম ট্রাকের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি।
রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা-চকরিয়া সেকশনে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ে ট্রেন আসার আগে স্থানীয় একটি ড্রাম ট্রাক রেললাইনে উঠে যায়। ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি। ২৫ মিনিট দেরিতে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ বিষয়ে কক্সবাজার এক্সপ্রেসের চালক আব্দুল আউয়াল রানা বলেন, ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩ নং ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে রেললাইনে আটকে পড়া গাছবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কা লাগে। পরে সহকারী লোকোমাস্টার, ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় ওই ট্রাককে রেললাইনের পাশে ফেলে লাইন ক্লিয়ার করি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন