ঠাকুরকে ভক্তের ৮ কোটি টাকার স্বর্ণের মালা দান

ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় লর্ড ভেঙ্কটেশ্বরকে সহস্র নামসহ স্বর্ণের মালা দান করেছেন এক ভক্ত। সম্পূর্ণ সোনার তৈরি ২৮ কেজি ওজনের মালাটির দাম ৮.৩৬ কোটি টাকা।

তিরুপতিতে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বার্ষিক ব্রহ্মোৎসভম উৎসব। এ উৎসবের প্রথম দিনেই ২৮ কেজি ওজনের বিশাল এই মালাটি ভেঙ্কটেশ্বরকে নিবেদন করা হলো। মালাটিতে ১ হাজার ৮টি সোনার মুদ্রা রয়েছে। প্রতিটি মুদ্রায় লেখা রয়েছে ভেঙ্কটেশ্বরের একটি করে নাম।

এম রামালিঙ্গ রাজু নামে এক ব্যবসায়ী ঠাকুরকে এ মালাটি দিয়েছেন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দিরের পুরোহিত ও সংশ্লিষ্টদের হাতে মালাটি তুলে দেন তিনি। এ ছাড়া চন্দ্রবাবু নাইডুও ব্রহ্মোৎসভম উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ঠাকুরকে একজোড়া সিল্কের কাপড় দেয়া হয়েছে।