ঠাকুরগাঁওবাসীর জন্য প্রধানমন্ত্রীর ৬৬টি উপহার
উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁওবাসীকে ৬৬টি উন্নয়ন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেছেন তিনি।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় মাইক থেকে স্লোগান ওঠে ‘ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’, ‘১শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘বঙ্গবন্ধু কন্যার আগমন শুভেচ্ছা স্বাগতম।’
পরে উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উন্মোচন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন