ঠাকুরগাঁওয়ের গণ অধিকার পরিষদের ফারুক হাসানের নির্বাচনী প্রচারণা

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ- সভাপতি ও দলটির মুখপাত্র ফারুক হাসান তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও- ২ আসনের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হরিপুর উপজেলার বিভিন্ন হাট বাজার, স্কুল, কলেজে তিনি এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনী প্রচারণায় তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইতিমধ্যে যারা ঠাকুরগাঁও -২ আসনে নির্বাচিত হয়েছিলেন তারা ১’শ মধ্যে ২০টাকার কাজ করেছেন তাই বেশি উন্নয়ন করতে পারেনি। আমাকে নির্বাচিত করলে ১’শ পার্সেন্ট কাজ করবো। রাস্তাঘাটের উন্নয়ন করবো।

এ সময় ঠাকুরগাঁও জেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব আব্দুস সোবহান, সাবেক যুগ্ম সচিব নূর আলম রুপম, হরিপুর উপজেলা সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, রানীশংকৈল উপজেলা সদস্য সচিব আব্দুল গফফার সহ প্রমুখ।