ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

তাপদাহ, প্রখোর রোদ ও গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিপর্যস্ত হয়ে পরেছে মানুষের জনজীবন। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।
১১ জুন শনিবার সকাল ১০ টায় পীরগঞ্জ কওমি ওলামা পরিষদের আয়োজনে পাবলিক ক্লাব বর্তমান (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তি যোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ,মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী স্থানীয় ধর্মপ্রান মুসল্লীরা অংশগ্রহণ করেন । নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও বিশেষ মোনাজাতে ইমামতি করেন পীরগঞ্জ বাজার মসজিদের ইমাম মুফতি তমিজ উদ্দীন ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন







