ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গনকবর সংরক্ষণ কাজের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের সামনের গনকবরটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সকালে এ গনকবরের সংরক্ষণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, সাব-রেজিষ্টার রবিউল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, দলিল লেখক সমিতির সভাপতির জাহাঙ্গীর আলম সহ সাংবাদিক, রাজনৈতিক দলের কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবের উদ্যোগে পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস, পীরগঞ্জ প্রেসক্লাব, দলিল লেখক সমিতি, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সহায়তায় এ গনকবরের সংরক্ষন কাজ করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন