ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত
পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইব্রাহীম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদনি বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, বীর মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন প্রমূখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূরনবী চঞ্চল। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এদিকে পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার সমাধীস্থলে নির্মীতি স্মৃতি ৭১ এবং শহীদ ডাঃ সুজাউদ্দীনের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন