ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় পূর্ণ চন্দ্র রায় নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গেন্ডাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ন চন্দ্র গেন্ডাবাড়ী এলাকার সুভাস রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ উপলক্ষের প্রতিবেশীদের সঙ্গে রং খেলার সময় বাড়ি পাশের পাকা রাস্তায় একটি ব্যটারী চালিত আটো রিক্সা পূর্ন চন্দ্রকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন