ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/1713090188514-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ শ পিচ নিষিদ্ধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রুবেল হোসেন ও সুরেশ চন্দ্র দেবশর্মা নামে দুই জন কে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল ) উপজেলার দৌলতপুর ইউনিয়নে সাগুনী নামক এলাকায় সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানার এস আই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার ও এস আই ওয়ারিসুল মিরাজের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা দৌলতপুর ইউনিয়নের সাগুনী এলাকায় অভিযান চালান।
এ সময় রুবেল ও সুরেশ এর দেহ তল্লাসী করে ২০০ পিচ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে রুবেল পাশ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার আজিমবাদ গ্রামের আমজাদ হোসেনের ও সুরেশ ওই উপজেলার চন্ডীপুর গ্রামের রমেন রায়ের ছেলে ।
তারা দীর্ঘদিন ধরে পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলায় গোপনে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন