ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি এন এম ইশফাকুল কবীর,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।

উপজেলা উপ সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল হামিদ, উপজেলা ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী রহিমা খাতুন, জাবরহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন কর্মকর্তা রফিকুল, সেনগাঁও ও দৌলতপুর ইউনিয়নে ভুমি কর্মকর্তা আশিকুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সহ ভুমি সেবা গ্রহণ কারীরা উপস্থিত ছিলেন।