ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহিলা কলেজ অধ্যক্ষের মাতার উন্তেকাল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এবিএম কামাল উদ্দীনের মাতা আমেনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে — রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি মৃত্যু হয়। শুক্রবার সকালে উপজেলার দৌলতপুর গুলসান জামে সমজিদ সংলগ্ন ঈদগাঁহে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি ২ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, সাবেক এমপি ইমদাদুল হক ও জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ধ্রুব, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক এনামুল হক সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।