ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মজিদ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য আব্দুল মজিদ।
তিনি এর আগে অত্র ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বুধবার ১১ ডিসেম্বর দুপুরে পরিষদের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়।
সদ্য প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর আব্দুল মজিদ তার মতামত ব্যক্ত করে বলেন, ইউনিয়ন পরিষদের ১২জন সদস্যের মধ্যে এক জন মৃত্যু বরণ করেছেন বর্তমানে পরিষদের সদস্য ১১ জনের মধ্যে ১০ জন সদস্য তাদের সমর্থন দিয়ে আমাকে প্যানেল চেয়ারম্যানের চেয়ারে বসালেন। আমি যেনাে ইউনিয়নের সকল নাগরিকের সেবা দিতে পারি। ভাল কাজ করার জন্য ইউনিয়নবাসীর সার্বিক সহযােগিতা কামনা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন