ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিটি এজেন্ট ব্যাংকিং এর আয়োজনে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মুন্সী পাড়ায় সিটি ব্যাংক গ্রাহক পর্যায়ে এই আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ সিটি এজেন্ট ব্যাংক আউটলেট ওনার ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, সিটি ব্যাংক পিএলসি মাইক্রফাইন্যান্স ডিভিশন রিজিওনাল ম্যানেজার মনিবুর রহমান, এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার এস এম ই ডিভিশন সিটি ব্যাংক পিএলসি তৌহিদুল ইসলাম, মনিটরিং অফিসার সিটি ব্যাংক পিএলসি মাইক্রফাইন্যান্স ডিভিশন সুইট হোসেন, মুন্সিপাড়া জামে মসজিদের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় পীরগঞ্জ শাখা সিটি এজেন্ট ব্যাংকিং এর শতাধিক গ্রাহক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সিটি ব্যাংক কর্মকর্তারা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সেবার বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন