ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া ব্রাক স্কুল মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য বাকাউল হক জিলানী রিংকু, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক,ইউনিয়ন জামায়াতের আমীর হাবিবুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল পদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।