ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ঘরবাড়ি নির্মাণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘরবাড়ি নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। আদালতকে অবজ্ঞা করে প্রতিপক্ষরা গত কয়েকদিন ধরেই সেখানে ইট পাথর দিয়ে পাকা নির্মাণ কাজ করছেন। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না জমির মালিক।
সোমবার (১লা মে) দুপুরে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাসুদা বেওয়া।
সাংবাদিকদের কাছে এসে অভিযোগ করে মাসুদা বেওয়া জানান, চন্ডিপুর মৌজার ৮৩নং দাগের সিএস- ৫২ ও এসএ- ৬৮ খতিয়ানভূক্ত ৫০ শতক জমি তার স্বামীর সম্পত্তি। স্বামী মারা যাওয়ার পর তার পরিবারের উপর্যুক্ত কোন অভিভাবক না থাকার সুযোগে একই এলাকার পজিদুর রহমানের ছেলে মকসেদ, পশির উদ্দীনের ছেলে নজরুল, আমির আলীর ছেলে রবিউল সহ কয়েকজন উক্ত জমিটি জোর পূর্বক দখল করে নেয়। এতে বাঁধা দিলে প্রতিপক্ষরা সন্ত্রাসী বাহিনী দিয়ে তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়।
এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান। এরই মাঝে আবেদেনের প্রেক্ষিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে পাকা ঘরবাড়ি, পুকুর খনন সহ অন্যান্য স্থাপন নির্মাণ না করার জন্য নির্দেশ দেয় বিজ্ঞ সহকারী জজ আদালত ঠাকুরগাঁও। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলে থানার সাব ইন্সপেক্টর গাবুর আলী সরদার প্রতিপক্ষদের নোটিশ প্রদান করেন। প্রতিপক্ষরা সেই নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাঁকা ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
আদালতের নির্দেশ অমান্য করে জোর করে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ কাজ অব্যাহত রাখার ব্যাপারে মকসেদ আলী বলেন, আমরা আমাদের জমিতে ঘরবাড়ি নির্মাণ করছি। আদালতের রায় আমরাই পাবো।
এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক গাবুর আলী সরদার বলেন, ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ না করার জন্য বিবাদীদের নোটিশ দেওয়া হয়েছে। কেউ যদি তা অমান্য করে তাহলে পুলিশের পক্ষ থেকে কিছু করার নেই। আদালতের ব্যাপার আদালত দেখবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন