ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ৪৬তম বিদায়ী অনুষ্ঠান
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওয়াতায় কারিগরি প্রশিক্ষণ একাডেমী- বি,সি,ই পীরগঞ্জ এর উদ্দোগে ৪৬ তম কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষানার্থীদের কোর্স সমাপনী শেষে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর শহরের মাইক্রো স্ট্যান্ড এলাকার যমুনা শোরুম সংগ্লন প্রতিষ্ঠানের হলরুমে সাংবাদিক সাইদুর রহমান মানিকের সঞ্চালনায় প্রতিষ্ঠানের পরিচালক নুরুন নবী রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ম্যানিজিং কমিটির সভাপতি ও সংবাদ সারাদিনের সম্পাদক এডভোকেট আজম রেহমান,
এ সময় আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক শাহানাজ আক্তার, কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু জাহেদ, যমুনা ব্যাংক পীরগঞ্জ শাখার ব্যাংক ইনর্চাজ মমিন, প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অভিবাবক সদস্য বাদশা আলম,রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের প্রশিক্ষক লাভলি আক্তার প্রমুখ।
পরে প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে পরিচালক ও অতিথিদের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী ও সৌজন্য পুরুষ্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কম্পিউটার শিক্ষা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। তাই বাধ্যতামূলক ভাবে সকলের কম্পিউটার শিক্ষা গ্রহণ করা অতিব জরুরী হয়ে পড়েছে। চাকুরী, ব্যবসা বাণিজ্য, লেনদেন সকল ক্ষেত্রেই আজ কম্পিউটার ব্যবহৃত হয়ে আসছে তাই আজকের এই সময়ে কম্পিউটার এবং কম্পিউটার শিক্ষার কোন বিকল্প হতে পারে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন