ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইন শৃংখলা, দুর্গা পূজার প্রস্তুতি ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আইন-শৃংখলা এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামূল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ। সভায় উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস রহমান সোহান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দূর্গা পূজার প্রস্তুতি সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামূল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ নিমাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায় প্রমূখ। এ সময় সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীল সহ উপজেলার বিভিন্ন দূর্গা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলায় ১১৯টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামূল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র ডেপুটি ম্যানেজার ম্যানেজার (এসএম) ইলিয়াস সরকার, জেলা ব্যবস্থাপক রূপা রাণী দাস প্রমূখ। এ সময় সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস রহমান সোহান, ব্র্যাকের অফিসার সেলপ নূর নাহার, বিডিসি শরিফা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন