ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫৯২টি আদিবাসী শিশুর মাঝে সোয়েটার বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট, বৈরচুনা, দৌলতপুর ও সেনগাঁও ইউনিয়নের ৫৯২ টি আদিবাসী শিশুকে ১ টি করে সোয়েটার বিতরন করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) কোবাল্ট বাংলাদেশ লিমিটেড ঢাকা এর সহযোগিতায় বেসরকারি সংস্থা ইএসডিও’র আয়োজনের ৪দিন ব্যাপী পৃথক পৃথক ভাবে ৪টি ইউনিয়নে এ শোয়েটার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ইএসডিও’র সিনিয়র এপিসি শাহ মোঃ আমিনুল হক, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও সিনিয়র এপিসি কাজী মোঃ সেরাজুস সালেকীন, প্রেমদীপ প্রকল্পের ইকোনোমিক ডেভলপমেন্ট কর্মকর্তা রওশন জামাল চৌধুরী, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল, ইউপি সদস্য মোঃ শাহাজান আলী ও কোবাল্ট বাংলাদেশ লিমিটেড এর প্রতিনিধিগণ।