ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি চঞ্চল সম্পাদক রাসেল
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা কমিটি কর্তৃক গঠনতন্ত্র মোতাবেক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীতিমালার আলোকে মোঃ নুর নবী চঞ্চলকে সভাপতি ও রাসেল কবীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি রাজিউর রহমান রাজেক ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন এর স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে হস্তান্তর করেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
অনুমোদিত কমিটিতে আবু ফারাক মোঃ ইরশাদুল ডলার ও আসাদুজ্জামান আসাদ সহ সভাপতি, ইশতিয়াক সানি যুগ্ন সাধারন সম্পাদক, জিল্লুর রহমান- সাংগঠনিক সম্পাদক,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক নুরনবী সরকার, দপ্তর সম্পাদক শাহীন কবীর, প্রচার তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, নবাব সেলিম প্রকল্প সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক,তানজিল হাসান পাভেল ত্রান ও পুনর্বাসন সম্পাদক, সৈয়দ মিন কাবিল নয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, প্রদীপ আইন হিসাব ও নিরক্ষা বিষয়ক সম্পাদক, মৃণাল রায় শিক্ষা পাঠাগার ও মিলনায়তন বিষয়ক সম্পাদক,ইশমত আরা বেগম মুক্তিযোদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত শহীদ পরিবার বিষয় সম্পাদক, শ্যামল রায়, ফেরদৌসী খাঁন,দিশারী আজিম, চাঁদ কুমার রায়, ফারহান নওরজ নূর কে সদস্য করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল কবীর বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পীরগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।নতুন কমিটির সবাই মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন