ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উদযাপিত হয়েছে।

রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জূলকার নাইন কবিরের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, আ.লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, ওসি এসএম জাহিদ ইকবাল, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী, যুগ্ন-আহব্বায়ক হযরত আলী প্রমূখ।

এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ারসহ ও অন্যান্য কর্মকর্তারা ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম৷