ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাদক সেবনের দায়ে ৩ মাদকসেবীর কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মাদক সেবনের দায়ে তিন মাদকসেবীর ৭ (সাত)দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (১লা মে) বিকেলে মাদকবিরোধী অভিযানে উপজেলা শহরের শিবদীঘি এলাকায় খালেক হোটেল এন্ড রেস্টুরেন্টের পার্শ্বে মাদক সেবনের সময় তাদের হাতে নাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।
সাজা প্রাপ্তরা হলেন, উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে আজিজুর রহমান (৪৫),নেকমরদ বাজার ওয়াবদা কলোনীর বাসিন্দা নয়বর রহমানের ছেলে সামসুল হক (৫০) ও করনাইট গ্রামের আ: বাসেদের ছেলে মানিক। এদিন সন্ধ্যায় তাদের আদালতে নেয় পুলিশ।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় তিনি আরোও জানান, এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন