ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে বুধবার (৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্প সমাজ সেবা অধিদপ্তর সমাজকল্যাণ মন্ত্রণালয় এর আওতায় সংশ্লিষ্ট পেশার মানোন্নয়নে ৫দিন ব্যাপি ‘সফটস্কিল’ প্রশিক্ষণ প্রাপ্ত ব্যাক্তিদের মাঝে সনদপত্র ও এককালীন চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় গেষ্ঠ অব-অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ সভাপতি সইদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আ.রহিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. হামিদ প্রমুখ।
এছাড়াও প্রশিক্ষণার্থীরাসহ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় ১৫০জনের প্রত্যেককে ১৮ হাজার টাকার চেক দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন