ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা কমপ্লেক্সে নান্দনিক গোল ঘরের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা কমপ্লেক্সের নান্দনিক গোল ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬ই মে) সকালে রুহিয়া থানা পুলিশের তত্ত্বাধানে নবনির্মিত নান্দনিক গোল ঘরটি শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন বলেন, গোল ঘরটি হবে সামাজিক বিরোধ নিস্পত্তির একটি অন্যতম স্থান। ছোটখাট ঝগড়া বিবাদ জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এখানে ছোট পরিসরে নিষ্পত্তি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোহেল রানা, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, রুহিয়া থানার ওসি তদন্ত শহীদুর রহমান, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কুদরত আলী, সাবেক সহ সভাপতি মজাহারুল ইসলাম বাদল, সাবেক দপ্তর সম্পাদক কায়সার হোসেন প্রমুখ।
গোল ঘর উদ্বোধন অনুষ্ঠান শেষে ২ নং আখানগর ইউনিয়নে আগুনে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন