ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ যুবক গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইলিয়াস আলী ওরফে নিরব (৩০) নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।
এর আগে রাত ৩ টায় উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ইলিয়াস আলী ওরফে নিরব ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ওসি খায়রুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩ টায় উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের ইলিয়াস আলী ওরফে নিরবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন