ঠাকুরগাঁওয়ে এপেক্স ক্লাবের ১০৭তম ডিনার মিটিং অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/Messenger_creation_92F7365B-1F78-419E-A2D9-B75BA8147546-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আন্তর্জাতিক সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁও এর ডিনার মিটিং ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের একটি অভিজাত হোটেলে ১০৭ তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান অবসরপ্রাপ্ত প্রফেসর নাসরীন জাহান আইভি সভাপতিত্বে ডিনার মিটিং ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী ও পরিবেশ কর্মী এ্যাড. জাহিদ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম রেজা গ্রুপের চেয়ারম্যান আরমান হোসেন।
অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্য শিক্ষা কর্মকর্তা আবু ওয়ারেস, স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও সোসাল ওয়ার্কার মামুনুর রশিদ মামুন ও শিক্ষার্থী ফারুককে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন ক্লাবের সদস্যরা।
এ সময় এক আলোচনা সভায় ক্লাবের বাৎসরিক সেবার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং ক্লাবের সকল প্রকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সেক্রেটারি ইউনুস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুল খালেকসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন