ঠাকুরগাঁওয়ে কেন্দ্রে মোবাইল নেওয়ায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ভেতর প্রবেশ করা ও নকল করার অপরাধে পাঁচ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার এবং সহায়তা করার অপরাধে ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- কদম রসুল হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ১. নাঈম ইসলাম ২. ওলিউল্লাহ ৩. তপন চন্দ্র বর্মণ ৪. প্রদীপ চন্দ্র ও কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ১ শিক্ষার্থী।

বিষয় নিশ্চিত করেছেন ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব দিলরুবা বেগম।

তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার গনিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন চার পরীক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করেন। এ অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে।এ সময় আরেক শিক্ষার্থী নকল করার অপরাধে বহিষ্কার করা হয়।

এ দিকে পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন ও নকল করার সহায়তার ঘটনায় দুই শিক্ষকের নামে ভূল্লী থানায় মামলা করেছেন কেন্দ্র সচিব দিলরুবা বেগম। অভিযুক্ত শিক্ষকরা হলেন, কে. কে লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ ও জাকির হোসেন।

বিষয়টি নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), আতিকুর রহমান জানান, ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে যাওয়ার অপরাধে চার শিক্ষার্থী ও দুই জন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) ৪২ নং আইনের ৯ (খ) /১২/১৩ মোবাইল ফোনের মাধ্যমে পাবলিক পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ও সহায়তা করার অপরাধে মামলা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।