ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের উদ্যোগে ক্লিন ভূল্লী কর্মসূচী পালন

ঠাকুরগাঁওয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে ক্লিন ভূল্লী কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ভূল্লী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ক্লিন ভূল্লী কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ক্লিন ভূল্লী কর্মসূচীর র‍্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে ভূল্লী থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল মামুন, ভূল্লী ডিগ্রি কলেজ শাখার কিবরিয়া, শাকিল আহমদসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশের প্রত্যাশা করি। আর সেটা আমাদের হাত ধরেই গড়ে উঠবে বলে মনে করি। আমরা চাই আমাদের গ্রাম, শহর, ক্যাম্পাস হোক দূর্নীতি, চাঁদাবাজ ও মাদক মুক্ত।

যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোন প্রকার অন্যায়কে প্রশয় দেওয়া যাবে না।

সরকারের কাছে অনুরোধ ধর্ষণের বিচার বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে জড়ালো ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে বেশি বেশি করে অভিযান চালাতে হবে।

এ সময় ক্লিন ভূল্লী কর্মসূচীতে বিভিন্ন প্লাকার্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।