ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় সাবেক পৌর মেয়র কারাগারে
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় গ্রেফতারেরর পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে তুলার পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার তাকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বাদি পক্ষ রিমান্ডের আবেদন করলে আগামী রবিবারে রিমান্ডের শুনানি ঘোষণা করা হবে বলে জানান তিনি। জানা যায়, বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ফজলে রাব্বী বকুল।
ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন বাদী হয়ে গেল বুধবার সাবেক মেয়র বন্যাকে ৩৭ নাম্বারে আসামি করে ৭৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলার প্রেক্ষিতে ঐদিন দিবাগত রাতেই ঠাকুরগাঁও সদর থানার একটি বিশেষ টিম পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানার হেফাজতে রাখা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন