ঠাকুরগাঁওয়ে ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির নিশ্চিতের দাবি জানান।

রোববার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে কয়েকটি সড়ক ঘুরে ভূল্লী চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই ‘, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের শাস্তি, মৃত্যু মৃত্যু!’, ‘We Want Justice’, ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় চারপাশ।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্বনয়ক আরিফ হোসেন, রাকিব ইসলাম, কিবরিয়াসহ সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বক্তব্যে বলেন, ধর্ষণের ঘটনায় যদি কোনো বিচার করতে না পারেন, তাহলে শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবারও ১ দফা দাবি নিয়ে মাঠে নামতে না হয়। আমাদের বোনকে ধর্ষণের ঘটনা, ইন্টেরিয়ম এড়াতে পারে না। শুধু আছিয়া নয়, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে।

যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং আমাদের বোনের ধর্ষণকারী শিক্ষক মানিকের ফাঁসি দিতে হবে।
পরে শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন স্কুলের শিক্ষক মোজাম্মেল হোসেন মানিক। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৮ মার্চ) সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শনিবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক মানিককে নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠান আদালত।