ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের প্রায় ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ঝাপড়তলী এলাকায় ঝাপড়তলী ঈদগাহ মাঠ হামিউস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে মাইনুদ্দিন নামের এক ব্যক্তির কুষার ক্ষেতের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

মাদ্রাসা ছাত্র লোমান ইসলাম ১২ দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার রতনদা গ্রামের জাকিরুল ইসলাম ছেলে।

পরিবার জানায়, স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে আখ খেতে দেখতে পেয়ে মাদ্রাসা এবং পুলিশকে বলেন পরে পুলিশে এসে ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে। এর আগে অনেক খোঁজার পরে তাকে না পেয়ে ঠাকুরগাঁও সদর থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। নোমান সে তার ঠাকুরগাঁওয়ে মামার বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করতেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার বলেন, আখ খেতে একটি কঙ্কাল এবং কিছু আলামত পাওয়া গেছে সিআইডি পুলিশের সহায়তায় এটি জব্দ করা হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে বলা যাবে সেই হারানো বাচ্চার মাথার খুলি কিনা। আর কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।