ঠাকুরগাঁওয়ে প্রাক বড়দিন উদযাপন
আসছে আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্ম উৎসব। এ উৎসব ঘিরে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন এর আয়োজনে বুধবার দুপুরে পৌর শহরের আটগেলারি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য আনন্দ র্যালী বের হয় র্যালীটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা করা হয়।
বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি শমূয়েল সিং এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বাংলাদেশ নিউ কমিউনিটি চার্চ এর চেয়ারম্যান অনন্ত চাকমা, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের জেলা প্রধান উপদেষ্টা দানিয়েল সিনহাসহ অন্যান্যরা।
সেখানে বক্তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে অনেক যুগান্তকারী মহাপুরুষদের আগমন ঘটেছে। যাদের অবদান মানব ইতিহাসে চির স্বরণীয়। তেমনী এক সর্বজনবিদিত এবং সর্বশেষ্ট মহাপুরুষ হলেন যীশু খ্রীষ্ট। মানব জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলার দর্শন ও স্বপ্ন তিনি প্রতিষ্ঠিত করেছেন তা চিরকাল মানুষের মনে অক্ষয় হয়ে থাকবে। তিনি শুধু মানুষের পার্থিক জ্ঞানের ভান্ডারকে শক্তিশালী করতেই এই দুনিয়াতে আসেননি বরং মানব জাতির জন্য জীবন, তথা স্বর্গের জ্ঞানের পথকে খুলে দিয়েছিলেন।
তার অসাধারণ জন্ম, অভাবনীয় জীবন-যাপন, অলৌকিক মৃত্যু ও পুনরুত্থান এবং তাঁর স্বশরীরে স্বর্গে গমন তাকে মহাপুরুষ কুলের মধ্যে অনন্য সাধারণ করে তুলেছে। তাই এই বড়দিনকে ঘিরে দেশের মঙ্গল ও ভাতৃত্ববোধ যাতে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষ যেন সুস্থ ও শান্তিপূর্ণ সহবস্থানে থাকে এই এই কামনায় প্রভু যিশুখৃষ্টের প্রতি।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে সকল চার্চে যথাযথ ভাবে উৎসবমুখর পরিবেশে যীশু খ্রীষ্টের জন্মদিন উৎসব উদযাপন করা হবে। এবং সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আলোচনা শেষে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন