ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ ইং এর ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
শনিবার (১০ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ী আব্দুর রশিদ ডিগ্রি কলেজ মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্ট দেশে ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক দেশের মেয়েরা ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে।
এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। সুস্থ দেহ মানেই সুস্থ মন।
খেলাধুলা শরীর ও মন ভালো রাখে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখে।
৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির আরও বক্তব্য দেন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন এবং ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ।
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও ক্রীড়া অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী খেলায় তমুল প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে উভয়ো গোল শূন্য হওয়ায় শেষে ট্রাইব্রেকারে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন দল ২১ নং ঢোলারহাট ইউনিয়ন দলকে ৪/৫ গোলে পরাজিত করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন