ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ১ ঘন্টার মধ্যে চুরি যাওয়া চার্জার ভ্যান উদ্ধার; মূলহোতা গ্রেপ্তার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/আওয়ার-নিউজ_20240218_152203_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে এক ঘন্টার মধ্যে চুরি যাওয়া চার্জার ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোর চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১. আল আমিন ইসলাম (২০), পিতা-মোঃ আইবুল হক, গ্রাম- কায়েতপাড়া, থানা-পঞ্চগড় সদর , জেলা-পঞ্চগড় ২. মোঃ নাজমুল (২২), পিতা-মৃত হাসিবুল ইসলাম, গ্রাম-লাটুয়াপাড়া, থানা পঞ্চগড়, জেলা-পঞ্চগড়।
জানা যায়, ভূল্লী বাজারে কালাম টিন দোকানের সামনে থেকে একটি চার্জার ভ্যান চুরি হয়। পরে স্থানীয়দের সহযোগীয় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ভূল্লী থানায় মামলা রুজু করা হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলায় যে কোন ধরনের অপরাধ দমনে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবসময় প্রস্তুত। আমাদের সকল ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন