ঠাকুরগাঁওয়ে মাদকসহ ৬ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী আট/ক

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, অনলাইন ক্যাসিনো খেলার ৮টি স্মার্ট মোবাইল ফোনসহ ৬ ক্যাসিনো ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলা ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ফিডার স্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করেন যৌথবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল সরকার।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী হাটপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল কাইয়ুম, কচুবাড়ী মিল পাড়া গ্রামের মৃত সফিউল ইসলাম এর ছেলে মোস্তফা কামাল, কচুবাড়ী চেয়ারম্যান পাড়া গ্রামের মেরাজ উদ্দীন এর ছেলে মোমিনুল ইসলাম মোমিন, কচুবাড়ী বাজার গ্রামের আব্দুল জলিল এর ছেলে কামরুল ইসলাম, মধ্য কচুবাড়ী গ্রামের বুধারু রায়ের ছেলে তাপস রায়, একই গ্রামের জীতেন্দ্র নাথ এর ছেলে ধর্ম নারায়ণ।
পুলিশ জানায়, আটকরা একটি পুকুর পাড়ে মাদক সেবন করছিল। পরে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৮টি ইয়াবা, অনলাইন ক্যাসিনো খেলার ৮টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল ও ১ শত টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং মাদক দ্রব্য গুলো ধব্বংস করা হয়।