ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, সেই দাদা র্যাবের হাতে গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে টাকার লোভ দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি প্রতিবেশি দাদা আব্দুল খালেক মঙ্গুলু (৭০)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব (১৩)।
শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের জজকোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল খালেক মঙ্গুলু সদর উপজেলার ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের জাহানপাড়া গ্রামের মৃত. খরদ আলীর ছেলে।
জানা যায়, বড়গ্রাম আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাদ্রাসা যাওয়া আসার সময়কালে প্রতিবেশি সম্পর্কের দাদা আব্দুল খালেক মঙ্গুলু টাকার লোভ দেখিয়ে অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দিতেন। এতে সেই মাদ্রাসা ছাত্রী রাজি না হলে কৌশলে বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মঙ্গুলু। এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গুলুকে আসামি করে ভূল্লী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।
এদিকে ঘটনার কয়েকদিনের মধ্যে লম্পট দাদাকে র্যাব ও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগীর পরিবার, স্কুলের সহপাঠি, শিক্ষক ও স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), আতিকুর রহমান জানান, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার মামলার আসামি আব্দুল খালেক মঙ্গুলুকে র্যাবের মাধ্যমে আটক করা হয়েছে। আসামিকে থানায় হস্তান্তর করলে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন