ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন

ঠাকুরগাঁও জেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার বাজারগুলোতে লিচু বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় লিচুর গ্রাম নামে পরিচিত ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাটে রাস্তার ধারে অস্থায়ীভিত্তিতে হাট বসেছে। মুন্সির হাটে
নারী, শিশু, যুবক, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সীরা লিচুর পসরা সাজিয়ে বসেছেন। বিভিন্ন দামে বিক্রি করছেন লিচু।

বুধবার (৫ জুন ) সেখানে গিয়ে দেখা যায় । আশ পাশের বিভিন্ন বাগান থেকে লিচু সংগ্রহ করে রাস্তার ধারে দোকান সাজিয়ে বসেছেন তারা। আর ক্রেতাও ভিড় করছেন প্রচুর। সেখানে বিভিন্ন প্রকারের লিচু পাওয়া যায় । তাই মানুষ যাওয়া আসার সময় সেই জায়গায় থামে লিচু ক্রয় করে । প্রতিবছর লিচু মৌসুমে ও আম মৌসুমে মুন্সিরহাটে রাস্তার ধারে লিচু ও আম পাওয়া যায় ।