ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪শে অক্টোবর) সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়। পরে ক্লাবের প্রয়াত সদস্যেদের জন্য দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫শে অক্টোবর) দুপুর ২টায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি রাশেদুজ্জামান মলয় ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ বাবু ও সহসভাপতি শরিফুল ইসলাম শরীফ এর দিকনির্দেশনায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাবে এসে শেষ হয়। পরে এক প্রীতিভোজ এর আয়োজন করা হয়।

সন্ধ্যায় সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে শহরের কালিবাড়ী দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাওয়ালী সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচী শেষ হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের অন্যতম সংগঠন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী একঝাঁক উদ্যোমী তরুণ ও যুবকদের নিয়ে গঠিত হয়। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ।

ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, পাঠাগারে বই বিতরণ, রোজাদারদের মাঝে ইফতার, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।