ঠাকুরগাঁওর পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বরেন্দ্র সেচের পাইপ কেটে ফাঁসানোর অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বহুমুখী উন্নয়ন গভীর নলকুপের পাইপ কেটে সেচ বন্ধ করে এক নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ উঠেছে ফারুক আহাম্মেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইমরান আলী নামে ওই ভূক্তভোগী কৃষক।

তিনি লিখিত বক্তব্যে জানান, কোষাডাঙ্গীপাড়া গ্রামের মাহাবুব আলম ওরফে মজল এর ছেলে ফারুক হোসেন, জহির উদ্দিনের ছেলে মাহাবুব আলম ওরফে মজল এবং সিরাজুল ইসলাম কোষাডাঙ্গীপাড়া পিবিএম ১১ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের অপরারেটর আব্দুল কুদ্দুস কে কয়েক বছর আগে মারপিট করে রক্তাক্ত করে।

ওই ঘটনায় আব্দুল কুদ্দুস বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে। তিনি ওই মামলার স্বাক্ষী হওয়ায় পূর্ব শত্রুতার জেরে ফারুক হোসেন সহ তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে তাকে হেনস্থা করার জন্য রাতের আধারে তার জমির উপর দিয়ে যাওয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের পাইপ কেটে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছে এবং এরই মধ্যে সাংবাদিক ডেকে মিথ্যা তথ্য ও বক্তব্য দিয়ে তার সম্মানহানী করছে ফারুক।

ফারুক হোসেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী আলমগীর মোহাম্মদ রুহুল ইসলাম এর সাথে যোগসাজস করে গভীর নলকুপটির ঘরের চাবি হাতিয়ে নিয়ে খেয়াল খুশি মত পরিচালনা করছে। কুদ্দুস এখনো বৈধ অপারেটর হয়েও তাকে নলকূপের চাবি দেওয়া হচ্ছে না। উপরস্তু তাকেও বিভিন্নভাবে হুমকি ধামকি সহ তার ঘনিষ্টজনদের নলকূপের সেচের আওতা থেকে বঞ্চিত করে রেখেছেন।

এ বিষয়ে ইমরান আলীর বিরুদ্ধে উল্টো অভিযোগ এনে ফারুক হোসেন বলেন, ইমরান ও তার লোকজন রাতের আধাঁরে গভীর নলকূপের পাইপ কেটে শতাধিক কৃষককে বিপদে ফেলেছেন। আমরা এর প্রতিকার চাই।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী আলমগীর মোহাম্মদ রুহুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। নলকূপের পানি সরবরাহের জন্য ভূগর্ভস্থ পাইপ লাইন কেটে ফেলা নিয়ে সেখানে একটা সমস্যা হয়। স্থানীয় ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।