ঠাকুরগাঁওর পীরগঞ্জে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি র্যালি ও সমাবেশ
সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই স্লোগানে সকল ধর্মালম্বীদের নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার আয়োজনে থানা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীল, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজা, দস্তমপুর মিশনের ফাদার ভেন্সিন, ঈমাম রফিকুল ইসলাম, আদিবাসী নেতা কাচেন্দ্র ঋষি সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, পীরগঞ্জ থানায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। র্যালিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন অংশ নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন