ঠাকুরগাঁওর পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শত বর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠ চত্বরে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি এন এম ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমির শাহজামাল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জালাল সাজু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিএনপি নেতা সাজেদুর রহমান লিটন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।